Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬:36 ”বিয়ে”এখনই নয়, লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো হবো আমি বাবা- মায়ের গর্ব, শ্লোগানে শিশুবিবাহ মুক্ত ডিমলা গড়ার প্রত্যয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর দিনব্যাপী ডিমলা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও দি হঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত হয় উক্ত গোল টেবিল বৈঠক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামিম জাহিদ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তবিবুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নীলফামারী জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ আশরাফ আলী, নীলফামারী জেলার আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার সভাপতি মাঃ মাহবুবুল আলম দুলাল, উপজেলা মহিলা আওয়ামীলীগ শাখার সভানেত্রী মোছাঃ গুলশান আরা, ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম।

বৈঠকে মুক্ত আলোচনায় বক্তৃতা করেন, বে-সরকারী সংস্থা ল্যাম্প প্লানের শো প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, আরডিআরএস’র উপজেলা ব্যবস্থাপক সুমিত্র কুমার রায়,আনছার ভিডিপি’র উপজেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ মায়া আক্তার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক,ডিমলা উপজেলা শাখা মোঃ এম বুলবুল আহম্মেদ বুলু, নারী নেত্রী মোছাঃ জাহানারা বেগম, বালাপাড়া নারী কল্যাণ মহিলা সমিতির সভানেত্রী শাহানাজ পারভীন, মনির উদ্দিন শিশু একাডেমির সহকারী প্রধান মোঃ ছলায়মান আলী, দক্ষিন বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, ডিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খুলিলুর রহমান, বালাপাড়া ইউপি আলিমা বেগম, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা ও উক্ত ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক হামিদা আক্তার স্মৃতি, প্রমূখ। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, শিশু বিবাহ রোধে বিবাহ রেজিষ্ট্রাড অর্থাৎ কাজীকে কঠোর হস্তে দমন করতে হবে। তারা কোন ভাবেই যেন শিশু বিবাহ নিবন্ধন করতে না পারেন। অন্যদিকে দিকে জনপ্রতিনিধিরা শিশুদের জন্মনিবনন্ধন বাড়িয়ে দিয়ে প্রত্যায়ন না করেন, ইমামগণ শিশু বিবাহে উপস্থিত না হয়ে বিয়ে না পড়ান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কোন রকম শিশুদের বয়স বাড়িয়ে প্রত্যায়ন পত্র প্রদান না করেন এই শুপারিশগুলি উঠে আসে উক্ত বৈঠকে। আদাবাড়ী আদর্শ স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক শফিকুল গনি স্বপন ও উক্ত প্রজেক্টের ইউনিয়ন সম্বনয়কারী অজিবর রহমান লেবুর সঞ্চলানায় বৈঠকে শিশু বিবাহ রোধে দি হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর পলাশ মন্ডল বাংলাদেশের শিশুবিবাহ : বর্তমান বাস্তবতা নিয়ে কী-নোট উপস্থাপন করেন।
উল্লেখ্য, বিভিন্ন এনজিও প্রধানগণ,শিক্ষক, ইমাম, কাজী, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নারী নেত্রীসহ অর্ধ-শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। পরিশেষে বৈঠকের উপস্থিত সকলে মিলে শপথ গ্রহন করেন ”সবাই মিলে শপথ করি,শিশুবিবাহ মুক্ত ডিমলা উপজেলা গড়ি।