Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬:47কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র পাড়ের ২ সহস্রাধিক হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমনা, জোড়গাছ, মাছাবন্দ ও খরখরিয়া এলাকায় এসব কম্বল বিতরন করেন ঢাকাস্থ ইপিলিয়ন ফাউন্ডেশন।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মোঃ শাহ্ আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্র্বাহী কর্মকর্তা বজলুর রশিদ, ফাউন্ডেশনের ম্যানেজার সিএসআর নাজমুল আহসান, ডিপুটি জেনারেল ম্যানেজার মোত্তাকিন আলী, সিনিয়র এক্সিকিউটিভ মেহেদী হাসান, রমনা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আজগার আলী সরকার প্রমুখ।
ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মোঃ শাহ্ আলম জানান, নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় এ অঞ্চলের শীতার্ত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে ইপিলিয়ন ফাউন্ডেশন।