Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬: 52প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেন। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অন্য ধর্মকে শ্রদ্ধা জানাতে না পারলে নিজের ধর্মকে কিভাবে শ্রদ্ধা জানাব আমরা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম অতি পবিত্র বিষয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।’
তিনি আরো বলেন, নিজেকে দেশের সেবক মনে করি। তবে অনেক বাধা আছে। মানুষের জন্য কাজ করতে গেলে বাধা আসবেই। কোনো বাধাই কাজের গতি কমাতে পারবে না।
বাংলাদেশে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওকে পোপ ফ্রান্সিসের কার্ডিনাল পদে নিয়োগ পাওয়ায় অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়।