Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬: 54বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরার পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সেরা উদীয়মানের বিভাগে এ পুরস্কার জেতেন তিনি। তাঁর এই অর্জন দেশের ক্রিকেটের জন্য বড় একটি সুখকর বার্তা। এ পুরস্কার পেয়ে কাটার-মাস্টার নিজেও দারুণ খুশি।

অথচ কিছুদিন আগেও সময়টা ভালো যাচ্ছিল না। গত জুলাইতে কাউন্টি লিগের দল সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে খেলতে গিয়েই চোটে আক্রান্ত হন তিনি। এর জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাঁকে।
তাই পুনর্বাসনে থাকার কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। খেলতে পারেননি ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে আবার যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়, ঠিক তখন পেলেন এই সুসংবাদ তিনি। তাই দারুণ খুশি মুস্তাফিজ আইসিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পুরস্কার ভবিষ্যতে আমাকে আরো ভালো খেলার প্রেরণা জোগাবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির এই পুরস্কার জিতে আমি খুবই খুশি।’
এ জায়গায় পৌঁছাতে যাঁদের সহযোগিতা পেয়েছেন কাটার-মাস্টার ধন্যাবাদ জানান তাঁদেরও, ‘আমার এই স্বপ্ন পূরণে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে যখনই খেলার সুযোগ পাব, নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব।’
গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে এ বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে খেলে ৮ উইকেট নেন বিশ্ব ক্রিকেটের এই নতুন বোলিং সেনসেশন। আর এ সময়ে ১০টি টি-টোয়েন্টি খেলে ১৯ উইকেট পান তিনি। মূলত এ সময়ের মধ্যে ভালো পারফর্ম করে এই পুরস্কারের জন্য বিবেচিত হন তিনি।
যদিও মুস্তাফিজ মোট ৯টি ওয়ানডে খেলে ২৬ উইকেট এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে ২২ উইকেট পান। হালের এই বোলিং বিস্ময় দুটি টেস্ট ম্যাচ খেলে পান চারটি উইকেট।