খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি সংস্থা এসকেএস ভাউন্ডেশন এর তত্ত্বাবধায়নে বিভিন্ন এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক নিরাপদ বিদ্যালয়ে সরকারি কর্মকর্তা ও সাংবাদিক টিম সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শনের এক পর্যায়ে উপজেলার প্রান্নাথ পাটিকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রংপুর বিভাগীয় প্রোগ্রাম ম্যানেজার ডা: ঋষী কেস সরকার, প্রধান শিক্ষক, মাকতুবা ওয়াশিম বেলী, ব্যবস্থাপক সফিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে আনিছুর রহমান বাবুল, কাজী আঃ কাদির, আলমগীর হোসেন, বেলাল হোসেন , মাঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম , সাংবাদিকদের মধ্যে কাজী আলতাব হোসেন, সহকারি শিক্ষকদের মধ্যে আছমাতুন-নুর বেগম ও শিক্ষার্থীদের মধ্যে রেজওয়ান নাইম প্রমুখ।