খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ জয় জনতার জয়। মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধাদের এ জয় উৎসর্গ করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীকে এ বিজয়ের নৌকা উপহার দিয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের দেওভোগ এলাকায় তার বাসভবনে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে শহরের মাসদাইর কবরস্থানে বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করে ভোট দিয়েছেন আইভী। নিজ ওয়ার্ডের শিশুবাগ কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট শেষে আইভী গণমাধ্যমকে বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজকের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরল দিন। এত সুন্দর পরিবেশে নির্বাচন নারায়ণগঞ্জবাসী এর আগে দেখেনি। তিনি বলেন, সর্বত্র নৌকার সুবাতাস বইছে। জনতার রায় মেনে নিতে প্রস্তুত আছি। তবে একজন প্রার্থী হিসেবে আমার শংকা থাকতেই পারে। কিন্তু আমি আশাবাদী জিতব।
তিনি আরও বলেন, ‘ভোট সুষ্ঠু ও অবাধ হচ্ছে। এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাইলে আইভী বলেন, ‘আমি যেখানে গিয়েছি দেখেছি সেখানে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে। এটা যেন বিকাল পর্যন্ত অব্যাহত থাকে।’
আইভী বলেন, জনতার রায়ে নৌকার বিজয় হবে। নৌকার জয়ে জয় হবে জনতার। এ সময় তিনি ভি চিহ্নও দেখান। আওয়ামী লীগের একটি পক্ষ আপনার সঙ্গে নেই বলে কথা উঠেছে- এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘না, না, এটা সত্য নয়। আওয়ামী লীগের সবাই আমাকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ আমার সঙ্গে আছে, কোনো ভেদাভেদ নেই। আমরা একসঙ্গেই কাজ করছি।’
এদিকে নারী ভোটারদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আইভী। তিনি বলেন, অনেক কেন্দ্রে আমি দেখেছি, নারী ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এটা উদ্বেগজনক। দুপুরে সিদ্ধিরগঞ্জের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘অনেক নারী ভোটার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে এলে তাদের বের করে দেয়া হয়। এসব কারা করছে বুঝতে পারছি না।’