খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬: নোয়াখালীর সীমান্তবর্তী ছোট ফেনী নদীর মোহনায় বাঁধ দিয়ে মুসাপুর ক্লোজার নির্মাণ করেন করেন বাংলাদেশ সেনাবাহিনী। এর ফলে নদী ভাংগন রোধ, জলাবদ্ধতা নিরসন ও যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হবে বলে এ অঞ্চলের মানুষ আশায় বুক বেধে আছে।
কিন্তু সাম্প্রতিক জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা, চর এলাহী ও মুছাপুর ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের বামনী নদীর করাল গ্রাসে ফসলী জমি, বাড়ী-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বর্তমানে ভাঙ্গন কবলে পড়ে এ এলাকার সাধারণ মানুষ ভিটে-মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। অসহায়ত্ব বরণ করছেন ভূমি হারা এসব মানুষগুলো।
বামনী নদীর ভাঙ্গরোধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন না করলে আরো ব্যাপক এলাকার মানুষ ভাঙ্গ কবলে পড়ার সম্ভাবনা রয়েছে।
জিও টিউবস অথবা পাথর দ্বারা নদীর পাড়ে বাঁধ দেওয়া গেলে এ ভাঙ্গনরোধ করা সম্ভব হবে বলে স্থানীয় এলাকাবাসী অভিমত প্রকাশ করেন।