খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬: দক্ষিণ সুনামগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় হতে প্রাপ্ত ৩ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত সেলাই মেশিন বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল অমিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, জুয়েল আহমদ, আওয়ামীলীগ নেতা ছমিরুল ইসলাম শান্ত,জিএম সাজ্জাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের ইন্সটাক্টর সালমান খান, পলাশ সরকার,উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।