খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬:
কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় আমার চ্যানেল আই দর্শক ফোরামের সহযোগিতায় দু’ শত অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল। এ সময় প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এস এম ছানালাল বকসী, প্রেসক্লাবের সধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, দর্শক ফোরামের যুগ্ম আহবায়ক দুলাল বোস, সাংবাদিক এ বি সিদ্দিক, ইউনুছ আলী, হাসিবুর রহমান হাসিব, জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের উদ্যোগ গ্রহন করায় ট্রাই ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি জেলার হাজার হাজার শীতকাতর মানুষের সহায়তায় ট্রই ফাউন্ডেশনের পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।