Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬:50
পিজি হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বেলা ১২টার দিকে পিজির ৩০২ নম্বর কেবিনে ফুল নিয়ে যান কাদের।

প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মান্নার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তিনি। স্মৃতিচারণ করেন পুরনো দিনের। এসময় বিএসএমএমইউ’র ভিসি কামরুল হাসানকে ফোন করে সাবেক এই আওয়ামী লীগ নেতার সুচিকিৎসার ব্যবস্থা নিতে অনুরোধ জানান কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি। রাজনীতির বাইরেও একটা সম্পর্ক থাকে। গতকালই আসতে চেয়েছি, নির্বাচনের কারণে পারিনি। আজকে প্রোগ্রাম ছিল, শেষ করে চলে এসেছি।
সেনাবিদ্রোহে উস্কানী ও রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ২২ মাস কারাগারে আটক থাকার পর গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হন মান্না। গত বুধবার নানা শারীরিক জটিলতা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।