খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬: শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও ৭১ মিডিয়া ভিশনের যৌথ উদ্যোগে ২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মহান বিজয়ের ৪৫ বছর-আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা- ২০১৬ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি বিচারপতি এম. তাফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এম.পি, নাসিমা ফেরদৌসী এম.পি, ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ মোশাররফ হোসেনসহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন।
সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০ জনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মরনোত্তর পদক প্রদান করা হয় মরহুম আলতাফ মাহমুদকে, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মরণোত্তর পদক প্রদান করা হয় ৯নং সাব সেক্টর কমান্ডার মরহুম শামসুল আলম তালুকদারকে – তার পক্ষে পদক গ্রহণ করেন তার কন্যা এডভোকেট ফারজানা আক্তার নিপা, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ক্বারী আবু তাহের, মানবাধিকারে বিশেষ অবদানের জন্য মোঃ মঞ্জুর হোসেন ইসা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে গণতন্ত্র চর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু গণতন্ত্র সেভাবে প্রস্ফুটিত নয়। দেশে যদি গণতন্ত্র না থাকে সেই উন্নয়ন সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছায় না। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস আজো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বিজয়ের ৪৫ বছর পরেও আমাদের মুক্তিযুদ্ধ ও মহান ভাষা আন্দোলন নিয়ে গর্ববোধ করতে পারি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনভাবে ভূলুন্ঠিত হতে দেওয়া যাবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।