Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬: 7ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আশকোনার জঙ্গি আস্তানায় এখনও তিনজন অবস্থান করছেন। আমরা তাদের আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানা ‘সূর্য ভিলা’ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ইতিমধ্যে ওই ভবন থেকে চারজন আত্মসমর্পণ করেছেন। তাদের আত্মসমর্পণে বাধ্য করা পুলিশের অনেক বড় সাফল্য।
তিনি বলেন, ‘ভবনের ভেতরে এখনও তিনজন রয়েছে। তাদের মধ্যে একজন সম্পর্কে আমরা জানতে পেরেছি। আবীর নামের ওই ব্যক্তি নব্য জেএমবির অর্থদাতা নিহত তানভীর কাদেরীর ছেলে।’
ভেতরে যারা আছেন, তাদের কাছে প্রচুর বিস্ফোরক, অস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী ভেস্ট রয়েছে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।
এর আগে শুক্রবার দিনগত রাত ১২টা থেকে পুর্ব আশকোনার হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ইউনিট (সিটি)।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আইনশৃংখলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে দুই শিশু সন্তানসহ আত্মসমর্পণ করেন দুই নারী।
এরা হলেন, পল্লবীতে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে নিহত মেজর জাহিদের স্ত্রী জেবু্ন্েনসা শীলা ও তার শিশু সন্তান এবং মুসার স্ত্রী তৃষ্ণা ও তার শিশু সন্তান।
সিটি প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন, জঙ্গিরা আত্মসমর্পণের আহ্বান নাকচ করে দিয়ে বুকে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।
অভিযানের আগে ওই ভবনের অন্য ফ্ল্যাট থেকে এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।