খোলা বাজার২৪, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬:
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মিয়ানমারের রাখাইনে এক রোহিঙ্গার মস্তকবিহীন মৃতদেহ পাওয়া গেছে।
শুক্রবার মিয়ানমার পুলিশ এ তথ্য জানিয়েছে। ৪১ বছর বয়স্ক ওই ব্যক্তি একদল বার্মিজ সাংবাদিকের কাছে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের তথ্য দিয়েছিলেন।
গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সীমান্ত বাহিনীর ওপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দেশটির সেনাবাহিনী উত্তর রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার কঠোর নিয়ন্ত্রণ নেয়।
এর পর থেকে সেখানে সেনাবাহিনীর অভিযানে সরকারি ভাষ্য অনুযায়ী ৮০ জন রোহিঙ্গা মারা গেছেন।
যদিও রোহিঙ্গারা অভিযোগ করেছেন, সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত চার শতাধিক রোহিঙ্গা মারা গেছেন। সেখানে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের কারণে ইতিমধ্যে ৩৪ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
তবে মিয়ানমার সরকার নির্যাতনের খবর অস্বীকার করেছে। শুক্রবার উত্তর রাখাইনের গাখুরা গ্রামের একটি নদীতে ভাসমান অবস্থায় ওই রোহিঙ্গার মস্তকবিহীন লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি। তবে গত বুধবার একদল বার্মিজ সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেছিলেন বলে জানা গেছে।