Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬:7
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের প্রায় ছয় বছর পর গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ছাড়লেন মুহাম্মদ ইউনূস।

ইউনূস তার ৩০ বছরের আবাস গত বুধবার ছেড়ে যান বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক এমএফএম আমির খসরু।
ইউনূসের ভবন ছেড়ে যাওয়ার সময়ের কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।
মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও হেরে যান তিনি।
এরপরেও গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ইউনূসের সঙ্গে সরকারের টানাপড়েনের কারণে ব্যাংকটিতে কিছু করা যাচ্ছে না বলে অভিযোগ করে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঢাকার মিরপুর-২ নম্বরে বহুতল গ্রামীণ ব্যাংক ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয়। ওই কমপ্লেক্সে থাকতেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস। এই নোবেলজয়ীর নামের প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের কার্যালয়ও ব্যাংক ভবনে।
আমির খসরু ফেইসবুকে লিখেছেন, “গত ৩০ বছর ধরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে বাস করেছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি গ্রামীণ ব্যাংককে নিজের সন্তানের মতো গড়েছেন। এমনকি তিনি যখন দেশের বাইরে ছিলেন তখনও এখানে যেন তার উপস্থিতি অনুভব করা যেত।
“তিনি অনেক আগেই এখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও গ্রামীণ পরিবারের অনুরোধে পারেননি। কিন্তু আমরা আর তাকে ধরে রাখতে পারলাম না। আমাদের সবাইকে চোখের জলে ভাসিয়ে তিনি আজ নতুন বাসায় চলে গেলেন।”