খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬: গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের কচুয়াহাটে ডা: সামছুজ্জোহা মেমোরিয়াল বৃদ্ধাশ্রমের উদ্যোগে রোববার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। কচুয়াহাট, খামার ধনারুহাসহ বিভিন্ন এলাকার ৫০জন বিধবা ও বৃদ্ধাদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর কাসেম মন্ডল, উল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান ফারুক, পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) ফরহাদুজ্জামান ডাকুয়া, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা আজাদুল ইসলাম, বৃদ্ধাশ্রমের পরিচালক সুলতানা শামীমারা বেগম ফটো, সাঘাটা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক মন্ডল, সমাজসেবক হারুন অর রশিদ ও শাহজাহান মিয়া প্রমুখ।