খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬: দীপ্ত টিভির সিরিয়াল সুলতান সুলেমান অনুষ্ঠানটি বন্ধের চক্রান্তের প্রতিবাদে এবং অনুষ্ঠানটি চালু রাখার দাবিতে রোববার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীপ্ত টিভি দর্শক ফোরাম গাইবান্ধা জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে। ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, স্বেচ্ছাসেবী ও সুলতান সুলেমান অনুষ্ঠানটির দর্শকরা উপস্থিত ছিল।
দীপ্ত টিভি দর্শক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সভাপতি আনিস মোস্তফা তোতনের সভাপতিত্বে কর্মসুচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, স্থানীয় দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি, উন্নয়ন কর্মী মেদাচ্ছেরুজ্জামান মিলু ও আবু নাসের সিদ্দিক তুহিন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, দীপ্ত টিভির দর্শক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ ফারুক, দৈনিক ভোরের দর্পণের গাইবান্ধা প্রতিনিধি রওশন আলম পাপুল, দীপ্ত টিভির গাইবান্ধা প্রতিনিধি ভবতোষ রায় মনা, খায়রুল ইসলাম মোন্নাফ ও রাকিবুর রহমান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, দীপ্ত টিভির ধারাবাহিক অনুষ্ঠান সুলতান সুলেমান ইতিমধ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা সুলতান সুলেমান দেখতে চাই। কোনক্রমেই সুলতান সুলেমান বন্ধ করা যাবে না। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা দীপ্ত টিভির বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন। কুচক্রি মহলকে সবধরনের চক্রান্ত বাদ দিয়ে নিজেদের অনুষ্ঠানের মান বৃদ্ধির জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তারা।