Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬: 41জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার শিমলাপল্লী তাড়িয়াপাড়ায় যিহবাজিরী ব্যাপ্টিস্ট চার্চে রোববার দিনব্যাপি ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপ সম্প্রদায়ের উদ্যোগে বড়দিনের বিভিন্ন উৎসব পালিত হয়েছে। রাত ১২.০১টায় দিবসের প্রথম প্রহরে থানার ওসি রেজাউল ইসলাম খান, ওসি (তদন্ত) তাওহিদুর রহমান ও পাষ্টর খোকন রায় কেক কেটে উৎসবের শুভ সূচনা করেন। সকালে চার্চ পরিচালনা করেন পাষ্টর খোকন রায়। পরে অনুষ্ঠিত শুভেচ্ছা সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার জাতীয় পার্টির নেতা এনামুল হক জোয়ার্দার, থানার পুলিশ উপ-পরিদর্শক ফরহাদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাস্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা যুবসংহতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রসমাজের সভাপতি মুরাদ মাহমুদ সরকার প্রমুখ। দুপুরে যিহবাজিরী ব্যাপ্টিস্ট চার্চে প্রীতিভোজের আয়োজন করা হয়। অপর দিকে পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের সরকার বাড়ীতে নানা আয়োজনে বড়দিন পালন করা হয়েছে। এসময় মজিবর রহমান, রতন সরকার, আশা মিশন স্কুলের শিক্ষক আজিজ , সুমন, শরিফ, সোহাগ, মুক্তা, মিন্টু, মনিষা সরকার সহ আশা প্রেস ভিটেরিয়ান মন্ডলির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।