Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬: 44ভারতীয় ব্যাবসায়িদের অবরোধ সরকারি ছৃুটি ও খৃষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষ সহ সব মিলিয়ে দীর্ঘ ৪দিন বন্ধের কবলে পড়ছে স্থল বন্দর বেনাপোল। দুপার সড়কে আটকা পড়েছে পন্যবাহি ট্রাক। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। খোলা আছে চেকপোষ্ট কাষ্টম ও ইমিগ্রেশন-এময়ে আমদানি রফতানি বানিজ্য রয়েছে বন্ধ। বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে আমাদানি রফতানি।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বৃহস্পতিবার ছিল ট্রাক ছাড় নিয়ে ভারতীয় ব্যাবসায়িদের অবরোধ। শুক্র শনি দুদিন ছিল বন্দরে সরকারি ছুটি ২৫ ডিসেম্বর খৃষ্ট ধর্মালম্বিদের বড় দিন উপলক্ষে ছিল ছুটি। ফলে এসময়ে বেনাপোল পেট্টাপোল বন্দরের মধ্যে আমদানি বানিজ্য হয়নি। তবে সোমবার থেকে বেনাপোল বন্দরে পণ্য ওঠা নামার কাজ চলবে বলে জানান তিনি।
আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি একবাল মাহমুদ।-