খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬: ঘরে মাঠে আলো জড়ানো মেহেদী হাসান মিারাকে বাদ দিয়ে হেগলি ওভালে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ তৈরি করা হয়েছে।
প্রকাশ এই একাদশ থেকে বাদ হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতও। এই একাদশে তানভিরকে লড়তে হবে মোসাদ্দেক হোসেনের সাথে। কোচ চান্দিকা হাতুরুসিংহের পছন্দ তানভির।
প্রস্তুতি ম্যাচ কিংবা নেটে তার পারফরম্যান্স পছন্দ হয়েছে লঙ্কান এই কোচের। এ কারণেই প্রথম ওয়ানডে ম্যাচে মোসাদ্দেককে বাদ দিয়ে অভিষেক হয়ে যেতে পারে লেগ স্পিনিং অলরাউন্ডার তানভির হায়দারের।
অন্যদিকে, বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দেখা হবে ম্যাচ শুরুর আগ অবধি। তাকে ফিট মনে করলেই কেবল মাঠে নামাবে টিম ম্যানেজমেন্ট। কোনো কারণে তিনি খেলতে না পারলে মাঠে নামবেন রুবেল হোসেন।
ফেরার সম্ভাবনা আছে সৌম্য সরকারের। তবে, তাকে ওপেনিং নয়, দেখা যাবে তিন নম্বরে। সেক্ষেত্রে আবারও সাতে নেমে যাবেন সাব্বির রহমান রুম্মান। আর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ম্যাচে কাজে লাগবে সৌম্যর বোলিংও।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন/তানভির হায়দার, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান/রুবেল হোসেন, তাসকিন আহমেদ।