Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬: 10প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাভারের আশুলিয়ার ৫৯টি বন্ধ পোশাক কারখানা সোমবার খুলে দেয়া হচ্ছে।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এক জরুরি সংবাদ সম্মেলনে কারখানা খুলে দেয়ার ঘোষণা দেন। একইসঙ্গে সব শ্রমিককে কাজে যোগ দেয়ারও আহ্বান জানান তিনি।
ঘোষণা অনুযায়ী,আজ সকাল থেকে আশুলিয়ার সব বন্ধ কারখানা খোলা থাকবে। ইতিমধ্যে যেসব শ্রমিককে বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা নেয়া হবে।
শ্রমিক অসন্তোষের পেছনে বাইরের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন সিদ্দিকুর রহমান।
এসময় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি (অর্থ)নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি বাড়ানো, বার্ষিক ছুটির বিপরীতে এবং চাকরির বয়স ৫ বছর হলে বছরে একটি করে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন তৈরি পোশাক শ্রমিকরা।
সোমবার রাতের ত্রিপক্ষীয় বৈঠকে আন্দোলন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।
মঙ্গলবারও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আন্দোলন ছড়িয়ে পড়ে।
পরে মঙ্গলবার বিকালে জরুরি সংবাদ সম্মেলনে পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। ওই সময় তিনি জানান, এ অঞ্চলে শ্রমিক অসন্তোষ পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সব কারখানা বন্ধ থাকবে। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকার সময় বেতন পাবেন না শ্রমিকরা।