খোলা বাজার২৪, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬:
বাগেরহাট জেলা দলিত পঞ্চায়েত ফোরামের নির্বাহী কমিটি’র সদস্যদের আইন ও সাংবিধানিক অধিকার বিষয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট ফাউন্ডেশন মিলনায়তনে সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় আইন বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন প্রদান করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি অ্যাডঃ সিদ্দিকুর রহমান খান ও বেসরকারী সংস্থা শারি’র সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু। জেলা দলিত পঞ্চায়েত ফোরামের সভাপতি সুকুমার রবি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আজাদুল হক, দৈনিক আলোকিত সংবাদের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন রতন, জেলা দলিত পরিষদের সভাপতি কালিপদ দাস, জেলা দলিত পঞ্চায়েত ফোরামের সাধারন সম্পাদক দিপু রবি দাস প্রমুখ।