খোলা বাজার২৪, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬:
রাজশাহী মহানগরীতে ৮’শ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে নগরীর জাহাজঘাট মিজানের মোড় এলাকা থেকে আটক করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সিল্কসিটিনিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি স্থানীয় মাদক ব্যবসায়ী আালো, আক্তার ও বাবুসহ আরো কয়েকজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ – ১১-৩৫৫৬) নদীর ধারে নিয়ে সেখানে ফেন্সিডিল ভর্তি করা হচ্ছে। ওসি বলেন, এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা সেই প্রাইভেট কার নিয়ে পালি যাচ্ছিলো। এসময় তারা আমাদের পুলিশের গাড়ির সামনে পরে যায়। এসময় কার থেকে বের হয়ে পালিয়ে যাচ্ছিলো। এসময় তাদের ধাওয়া দিয়ে আটক করা সম্ভব হয়নি। পরে ফেন্সিডিলসহ কার থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার সকালে মাদক দ্রব্যে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।