Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬:44
রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের সময় আত্মসমর্পণকারী শিলা ও তৃষ্ণাকে সাতদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান দুই নারীকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
নথি থেকে জানা যায়, গত শুক্রবার রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় সূর্য ভিলা নামের বাড়িটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার ভোর থেকে এই বাড়িতে জঙ্গিদের ধরতে অভিযান শুরু হয়।
অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, গোয়েন্দা শাখা (ডিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের বিশেষায়িত দল সোয়াট অংশ নেয়।
স্থানীয়রা জানায়, ওই বাড়ির মালিক কাতার প্রবাসী জামিল উদ্দিন। ওই বাড়ির তত্ত্বাবধায়ক জানান, কিছুদিন আগে এক ব্যক্তি ব্যবসায়ী পরিচয়ে ওই বাড়ির প্রথম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।
পুলিশ জানায়, সকাল থেকে শুরু হওয়া অভিযানের পর সাড়ে ৯টার দিকে ওই বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করেন। তাঁরা হলেন ঢাকার মিরপুরে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা ওরফে শিলা ও জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। তাঁদের দুজনের সঙ্গে দুই মেয়েশিশু রয়েছে।
পরে গত রোববার দক্ষিণখান থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।