খোলা বাজার২৪, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধা জেলা শাখার শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুর উপর হামলার প্রতিবাদে সোমবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সকাল ১১টায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি জিয়াউল হক জনি, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মোনা, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, শ্রমিক জোটের সদস্য সচিব নুর মোহাম্মদ বাবু, জেলা ছাত্রলীগের (জাসদ) আহবায়ক রাকিব হাসান সীমান্ত, শহর ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক এএসএম সায়েম সুমন প্রমুখ।