খোলা বাজার২৪, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬: রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ এবং জাতীয় কমিটির সাতদফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধা শহরে সোমবার দুপুরে মানববন্ধন করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখা। জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এ্যাড. শাহাদত হোসেন লাকু, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রভাষক কাজী আবু রায়হান শফিউল্লাহ, যুগ্ন সদস্য সচিব এ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাবেক সদস্য সচিব জিয়াউল হক জনি, জেলা বাসদের আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক গোলাম রব্বানী, জেএসডি জেলা শাখার সভাপতি লাসেন খান রিন্টু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিবেশ দূষণ করে। এ ধরণের প্রকল্প বাংলাদেশে তৈরি করা উচিত নয়। দেশের উন্নয়ন তথা শিল্পায়নের স্বার্থে বিদ্যুতায়নের বিকল্প নেই। কিন্তু সুন্দরবন থেকে মাত্র ১৪ কি.মি. দুরে রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবনের জীব-বৈচিত্র, পরিবেশ ধ্বংস হয়ে যাবে। এ ছাড়া এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ভারতীয় আধিপত্যের প্রবেশ ঘটবে। বক্তারা তাপ বিদ্যুৎ কেন্দ্র রামপাল থেকে ২৫ কি.মি দুরে খুলনার বটিয়াঘাটা বা অন্য কোনো স্থানে করার দাবি জানান।