খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬:
ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন তরুণ টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
তবে মুস্তাফিজের ফেরাটা খুব একটা ভালো হয়নি। সোমবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে বেশ খরুচে ছিলেন কাটার মাস্টার।
এদিন ৬২ রানের বিনিময়ে মাত্র ২ টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। আর বাংলাদেশ ম্যাচটি হেরেছে ৭৭ রানে।
তবে ম্যাচ শেষে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা অভিমত দিয়েছেন ফেরার ম্যাচে বল হাতে খুব একটা খারাপ পারফর্মেন্স করেননি মুস্তাফিজ।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ অনেক দিন পর মাঠে ফিরেছে। সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে। ও যে বোলিং করেছে খারাপ বলা যায় না। সময়ের সঙ্গে আরও উন্নতি করবে। খেলতে খেলতে ও নিজেকে ভালোভাবেই ফিরে পাবে।
বাংলাদেশের এরূপ পরাজয়ের পেছনে দলের বাজে ফিল্ডিংকেই দুষলেন টাইগার কাপ্তান। বললেন, ‘আমাদের ফিল্ডিং খুবই বাজে ছিল। ক্যাচ ফসকানো, মিস ফিল্ডিংয়ের কারণে রানটা বেড়ে যায়। তাছাড়া দুই-তিন রান করে অনেক রান নিয়েছে তারা। যেগুলো চেক দেয়া যেত।’
উল্লেখ্য, আগামী ২৯ শে ডিসেম্বর নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কিউইদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।