খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: সোমবার হেগলি ওভালে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচেই বিশাল এক ঘটনা ঘটে বলে একটি প্রতিবেদন করেছে ব্ল্যাক ক্যাপ্সদের কয়েকটি সংবাদমাধ্যম।
এদিন সফরকারী বাংলাদেশকে ৭৯ রানে পরাজিত করেছে কেন উইলিয়ামসনের দল। তবে ম্যাচে জয় পেলেও এই ম্যাচে এক কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ডান হাতি এই ব্যাটসম্যানের উপর অভিযোগ উঠেছে টাইগারদের বিপক্ষে এই ম্যাচে তিনি বল টেম্পারিং করেছেন। তামিম সাকিবদের ব্যাটিংয়ের সময় টেম্পারিং করে বলের বিকৃতি ঘটানোর চেষ্টা করেছেন উইলিয়ামসন।
ব্ল্যাক ক্যাপ্সদের কয়েকটি সংবাদমাধ্যম বলছে, আম্পায়ার চেত্তিথোদি শামসুদ্দিন উইলিয়ামসনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।
এদিকে এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ব্ল্যাক ক্যাপসদের দলনেতা জানান, ‘বলের কোনো বিকৃতি ঘটানো হয়নি। বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লেগে বলের বিকৃতি ঘটেছে। অন্যদিকে উইলিয়ামসনের সতীর্থ লাথামও স্বীকার করতে রাজি না।
এদিন টাইগারদের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৭ রান করে অবশ্য ম্যাচ সেরা হয়েছেন ওপেনার টম লাথাম। লাথাম ছাড়াও ৮৭ রানের ইনিংস খেলেছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান কলিন মুনরো