খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরী সার্ভিস বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোররাত ৩টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ৮টায় ফেরী চলাচল বন্ধ রয়েছে। এতে করে উভয় ফেরীঘাটে যানজটে ও নৌরুটের মাঝপদ্মায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের যাত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ৯.৪০টা পর্যন্ত শিমুলিয়া ঘাটে ২শত পণ্যবাহী ট্রাকসহ সব মিলিয়ে ৩ শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদ্দিন ।
এদিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানাহন নিয়ে দুটি রো রো ফেরী সহ মোট ৬/৭টি ফেরী নোঙরে রয়েছে। অপরদিকে ফুললোড অবস্থায় যাত্রী ও যানবাহন নিয়ে উভয় ফেরীঘাটে ২টি করে মোট ৪টি ফেরী পন্টুনে ভেড়ানো রয়েছে। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে শিমুলিয়া ও কাওরাকান্দি থেকে পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি ফেরী কর্তৃপক্ষ।
শিমুলিয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদ্দিন ও মেরিন অফিসার মো: শাজাহান জানান, মঙ্গলবার ভোররাত ৩টা থেকে নৌরুটের পুরো এলাকা কুয়াশার চাঁদরে এতটাই ঢাকা পড়েছে যে এ সময় ফেরী চালকেরা নৌরুটের ১ফুট অদূরেও দিক-মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছিল না। তাই দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরী চলাচল সম্পূর্ণরুপে বন্ধ রাখতে বাধ্য হয় ফেরী চালকরা।