Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটু উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তরুন ছাত্ররা ।এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের ছাত্রদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে হাসান ইমতিয়াজের সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম । এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের ছাত্র আবু রায়হান খান, সাকিব শরিফ, তাজওয়ার মাহমিদ, আফরা নাওমি এবং নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। Mass communication and journalism univercity of dhaka (mcjud-10) ব্যাচের উদ্যোগে নাচোলের গরীব ও দুঃস্থদের মাঝে প্রায় তিনশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এমন একটি ভালো উদ্যোগ গ্রহন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তরুন ছাত্রদের ধন্যবাদ জানায় নাচোল উপজেলার সচেতন মহল।