Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬:27
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার বেলা ১২টায় অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষদ চত্বরে নয় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। অনুষদ অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের প্রদর্শনীতে অনুষদের তিনটি বিভাগের আটটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা মোট ৩৭৯টি শিল্পকর্ম নিয়ে উপস্থিত হবেন। প্রদর্শনীতে শিক্ষার্থী শিল্পীর সংখ্যা ২৮৮ জন এবং মোট ৪৬ জনকে বিভিন্ন ডিসিপ্লিনে পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষদ অধিকর্তা অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী, ড. আবদুস সোবাহান, সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, মো. বনি আদম, প্রভাষক নাজনীন আকতার, সুজন সেন, মমতাজ পারভীন প্রমুখ।