খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের এই হারের অন্যতম কারণ টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতা। বিশেষ করে টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এছাড়া মিস ফিল্ডিং-অলসতা তো রয়েছেই।
তবে আর যাই হোক দ্রুতই জয়ে ফেরার আশাবাদ ব্যক্ত করেন টাইগার দলের ব্যাটসম্যান তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘ইনশাল্লাহ!! আমরা খুব শীঘ্রই জয়ে ফিরবো,দোয়া করবেন আমাদের জন্য।’
প্রসঙ্গত, কিউদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৩৮ রানের ইনিংস। তবে এর জন্য ৫৮ বল খেলতে হয়েছিল তাকে।