খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬:
কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকায় বাস উল্টে শিশুসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা জেলার বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে হরিপুর উপজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা আল-মামুন নামে একটি বাস ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্যোশে রওয়ানা হয়। চৌরঙ্গী বাজারের ১০০ গজ দক্ষিনে বাংলালিংক টাওয়া সংলগ্ন এলকায় বাসটি এলে বিপরীত দিক থেকে আসা একটি মাল-বোঝাই একটি পিকআপ ভ্যান গাড়িকে ক্রসিং করার সময় রাস্তার সাইডের মাটি দেবে গেলে মূহুর্তের মধ্যে বাসটি উল্টে যায়। এসময় নাসিমা (১০), ওসমান আলী (৫০) ও দুই শিশুসহ ১০ যাত্রী আহত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।