খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে টেবিল টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী হয়েছে। মঙ্গলবার বিকালে অনুর্ধ্ব-১৬ খেলোয়াড়দের দশ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহা: হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর প্রমুখ। পরে অতিথিরা প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াদের সার্টিফিকেট প্রদান করা হয়।।