Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: 58নওগাঁর পত্নীতলায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলার পত্নীতলায় উপজেলার দীবর ইউনিয়নের উত্তরামপুর হাইস্কুল মাঠে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গীবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশে দীবর ইউনিয়নের উত্তর রাজাপুর হাইস্কুল মাঠে দীবর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিজিটাল এ্যাওর্য়াড প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসাহাক হোসেন, সাধারণ সম্পাদক ও পত্নীতলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা আব্দুল গফফার,পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম, তার বক্তব্যে বলেন মাদক ব্যবসা, জুয়া খেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য পুরস্কার ঘোষনা করেন। মাদক ব্যবসায়ীদের সাথে কোন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন। তিনি বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়ে তুলতে সর্বসাধারনের সহযোগিতা কামনা করেন।