Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: 61প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে ব্যক্তিগত গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসিন আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোজাম্মেল হক বিষয়টি জানিয়েছেন।
তিন যুবক হলেন- মুহিত আহমেদ, শেখ শাহরিয়ার করিম ও তাহসিব রেজা।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার পরিদর্শক হেলাল উদ্দিন আসামিদের হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের মুনশী মো. কাশেম জানান, সাতদিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানো, সরকারি কাজে বাধা সৃষ্টি, প্রধানমন্ত্রীর গাড়িবহরের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে আসামি করে মামলা হয়। ঘটনার দিনই তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডির ৮ নম্বর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী তাঁর গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন যুবক তাঁদের ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে যান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তিন যুবককে গ্রেপ্তার করে। পরে ধানমণ্ডি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলা নম্বর-১৩(১২)১৬।