খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ক্রাইস্টচার্চ হেগেল ওভালের প্রথম ম্যাচে টাইগারদের বড় দুর্বল পয়েন্টটা খুঁজে পেয়েছেন স্বাগতিকরা।
আগামী ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে শেষ দু’টি ওয়ানডে ম্যাচে তা কাজে লাগিয়ে সিরিজে মাশরাফি বাহিনীকে হোয়াটওয়াশ করার পরিকল্পনায় বসেছেন কিউইবা তারকারা।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ৯টি উইকেট পতন ঘটে। এর মধ্যে ৫টি উইকেটের পতন ঘটে শট বলে। তাই এক্সট্রা পেস ও বাউন্সারে বাংলাদেশের ‘বড় দুর্বলতা’ দেখছেন কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন।
তিনি বলেন, ‘আমি মনে করি, নিউজিল্যান্ডের বোলাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের ওপর আক্রমণাত্মক হয়েছিল। দ্রুত উইকেট নেয়ার জন্য উদগ্রীব ছিলাম আমরা। ওটাই ছিল আমাদের পরিকল্পনা।
উপমহাদের কন্ডিশনে বাউন্সার খুব একটা কাজে দেয় না, চলে স্পিন-রাজত্ব! অপরদিকে নিউজিল্যান্ডে বাউন্সারের-রাজত্ব। এই বাউন্সারেই বাংলাদেশকে আবারও পরাস্ত করতে চান ফার্গুসন।
বলেন, ‘একট্রা পেস ও বাউন্সে অভ্যস্ত নয় বাংলাদেশ। এই দুর্বলতা কাজে লাগিয়ে সফরকারীদের শাসন করা সম্ভব। পরের ম্যাচেও এটা প্রয়োগ করতে চাই।