Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 4আইপিএলে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। ২০১৭ আইপিএলে সাকিব আল হাসানের সতীর্থ হয়েছেন আরও ১৩জন নক্ষত্রতুল্য ক্রিকেটার।

২০১৭ সালের এপ্রিলে মাঠে গড়াবে আইপিএলের দশম আসর। আসরের আগে নতুন ক্রিকেটারদের দলে নিতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে আট দলের রেখে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এই তালিকায় দেখে নিন কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের সতীর্থদের-
গৌতম গম্ভীর (অধিনায়ক), পিযুষ চাওলা, শেলডন জ্যাকসন*, কুলদিপ যাদব, ক্রিস লিন*, সুনীল নারাইন*, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপূত, আন্দ্রে রাসেল*, সাকিব আল হাসান*, রবিন উথাপ্পা, সুরিয়াকুমার যাদব ও উমেশ যাদব।
প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্সের আর বেশি ক্রিকেটারের প্রয়োজন নেই। হাতে গোনা কয়েকজন ভালো ক্রিকেটার নিলামের মাধ্যমে সংগ্রহ করবেন শাহরুখ খান। আর এর মধ্যে দিয়েই শিরোপার জন্য লড়বে সাকিবরা।