খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: ভাড়াটিয়ার তথ্য গোপন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেয়ার মামলায় কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিক আতাহার উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মঙ্গলবার মিরপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলতাব হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৩ নভেম্বর (বুধবার) মামলার তদন্তকারী অফিসার মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন পেনাল কোর্ডের ১০৭/১৮৭/৩৩২/৩৫৩/৩৪ ধারায় এ অভিযোগপত্রটি দাখিল করেন।
আলতাব হোসেন আরো জানান, অভিযোগ পত্রে বাড়িটির মালিককে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়েছে।যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে তারা হলেন- জাহাজ বিল্ডিংয়ের মালিক হাজী মো. আতাহার উদ্দিন, তার স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম, তাদের সহযোগী তৌফিক, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
গত ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত তাজ মঞ্জিলের ছয়তলা ভবনের পঞ্চমতলায় জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি। এছাড়া আহত হন রিগ্যান নামে আরেকজন।
ওই ঘটনায় মিরপুর মডেল থানায় দুইটি মামলা হয়। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিগ্যানসহ নিহত নয় জঙ্গিকে আসামি করা হয়। আর ভাড়াটিয়া তথ্য গোপন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেয়ার অভিযোগে যে মামলা করা হয় তাতে বাড়ির মালিক, তার স্ত্রী, ছেলেকে আসামি করা হয়।