খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: রাজধানীর মিরপুর এলাকা থেকে সন্দেহভাজন ৫ জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটের একটি টিম মঙ্গলবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ‘জেএমবি সদস্যকে’ আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে মিরপুর এলাকার কোথায় থেকে তাদের আটক করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি এবং আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলে পুলিশের এই কর্মকর্তা।