খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯ টা থেকে শুরু হয়েছে বিরতিহীন ভাবে চলবে দুপুর ২ টা পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ উপলক্ষে ৫’শ ৫২ জন পুলিশ ও আসনার সদস্য, ২ প্লাটুন বিজিবি, ৪ টি মোবাইল টিম ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।
এবারের নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।
১৫টি সাধারণ মেম্বর পদে ৬১ জন ও ৫ টি সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে ৬৭টি ইউনিয়নের ৮৭১ জন চেয়ারম্যান-মেম্বর, ৬টি পৌরসভার ৭৮ জন মেয়র ও কাউন্সিলর এবং ৬টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনসহ মোট ৯৬৪ জন ভোটার ১৫ টি কেন্দ্রের মাধ্যমে ভোটাধিকার প্রদান করবেন।