খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারীতে চলছে জেলা পরিষদের নির্বাচন। সকাল নয়টা থেকে জেলার ছয় উপজেলার ১৫ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভোটার সংখ্যা কম হওয়ায় ভোটাররা দুএকজন কওে এসে ভোট দিচ্ছেন। এদিকে শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছেন। এছাড়াও ১৫টি কেন্দ্রে ১৫ টি এবং র্যাব-বিজিবির আরো সাতটিসহ মোট ২২ টি ভ্রাম্যমান আদালত রয়েছে।
এক চেয়ারম্যান, ৫টি সংরক্ষিত সদস্য এবং ১৫টি সাধারণ সদস্য পদে ৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। দুপুর চারটা পর্যন্ত চলা এ নির্বাচনে জেলার ছয় উপজেলা, ৬০ টি ইউনিয়ন ও চারটি পৌরসভার মোট ৮৫৫ জন ভোটার জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।