খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ্যাড. মতিয়ার রহমান (কাপ পিরিচ) ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী সতন্ত্র প্রর্থী নজরুজ হক ভোলা পাটোয়ারী (মটর সাইকেল) ১৫৫, ও হাবিবুর রহমান হাবিব (আনারস) ৮৯ ভোট পেয়েছেন।
৫ উপজেলায় দুটি পৌরসভাসহ ৪৫ টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ৬২৬ জন ভোটারের মধ্যে ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২ জন অনুপস্থিত ও ১ টি ভোট বাতিল হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবুল ফায়েজ মো ঃ আলাউদ্দিন খান জানিয়েছেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভোট গ্র্রহন ও ফলাফল সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।