খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: বাগেরহাটে রামপাল উপজেলায় কমিনিটি ক্লিনিক কর্মসূচীর সাথে সম্পৃক্ত স্বাস্থ কর্মকতাদের সাথে মানসিক স্বাস্থ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিক হয়েছে। বুধবার সকালে জেলার রামপাল উপজেলা স্বাস্থ কম্পেলেক্স্র মিলানয়তনে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সিভিল সার্জন অফিসের এম ও সি এস ডাঃ প্রদীপ কুমার বকস্ী । সভায় সভাপতিত্ব করেন জেলা প্রতিবন্দি ফেডারেশনের সভাপতি শেখ মোঃ হারুন অর রশিদে। অবহিতকরন সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুম ইকবাল, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন।
উপজেলা স্বাস্থ বিভাগের আয়োজনে এডিডি ইন্টারন্যশনাল বাংলাদেশের বাস্তবায়নে সি ডি এম এর সহযোগিতায় কমিনিটি ক্লিনিকের কর্মসূচির সাথে সংশ্লিষ্ট স্বাস্থ কর্মকতাদের সাথে দিন ব্যাপি এ অবহিতকরন সভায় স্বাগত্ব বক্তব্য ও কর্মসূচির বিষয়বস্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন এডিডি ইন্টার ন্যাশনালের জেলা সমন্বয়কারী সালমা খাতুন। এ অবহিতকরন সভায় বক্তারা অংশগ্রহন কারিদের প্রতি অপচিৎকিসা রোধ করে বৈজ্ঞানিক উপায়ে চিৎকিষাসা করার জন্য আহবান জানান ।