খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: দেশি-বিদেশি ৫০০ পর্ন সাইট বন্ধ করার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম। বুধবার থেকে তালিকাভুক্ত পর্ন সাইটগুলো বন্ধে কাজ শুরু করেছে বিটিআরসি।
এ সংক্রান্ত একটি তালিকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানা গেছে।
তারানা হালিম বলেন, ‘প্রথম দফায় আমি ৫০০ পর্ন সাইটের তালিকা করেছি। পরে এই তালিকায় আরো ওয়েব সাইটের ঠিকানা যুক্ত হবে’।
তিনি বলেন, ‘পর্ন সাইটগুলোর ৬০ থেকে ৮০ শতাংশ বিদেশ থেকে অপারেট করা হয়। পর্যায়ক্রমে সেইসব সাইটও নিষিদ্ধ করা হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘বিটিআরস’র মাধ্যমে এ সংক্রান্ত কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে। তারা যেন দেশের আইএসপিগুলোকে নির্দেশ মানার জন্য জোর তাগিদ দেন।’