খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত। প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তেমনি সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে ১০ নং ওয়ার্ডের ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। মোট ৯৩ জন ভোটার জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু করে, বিরতিহীনভাব দুপুর ২টায় শেষ করে।
আইন শৃঙ্খলাবাহিনীদের কড়া নজরদারীতে সুষ্ঠভাবে ভোট গ্রহণ হয়েছে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৯৩টি ভোটের মধ্যে বৈদ্যুতিক পাখা মার্কায় সর্বোচ্চ ৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শফিকুর রায়হান নেতা। তার নিকটবর্তী প্রতিদ্বন্দী আরশাদ আলী টিউবয়েল মার্কায় ২২ ভোট পেয়েছেন, হাতি মার্কায় রুহুল আমীন ৭টি,অটোরিক্সা মার্কায় আকতার হোসেন ০, তালা মার্কায় শাহাজাদ হোসেন সাজ্জাদ ১টি,ঘুড়ি মার্কায় সাইফুল ইসলাম ১৬টি।
এদিকে ১১নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার মধ্যে হরিণ মার্কায় লতিফা বেগম সর্বোচ্চ ৪৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল মার্কায় হোসনে আরা বেগম ২৯টি, টেবিল ঘরি মার্কায় মরিয়ম পারভীন ১৪টি ভোট পেয়েছেন। দুটো কেন্দ্রেই ১টি কওে মোট ২টি ভোট বাতিল করা হয়েছে।