Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 77বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। যিনি উইকেটের পেছনে দলকে সাহস যুগিয়ে যাচ্ছেন দিনের পর দিন।

গত সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি পান মুশফিক। তাই দুই সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকতে হবে তাকে।
ছয় বছরেরও বেশি সময় পর এই প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডে ম্যাচে খেলবেন না মুশফিকুর রহিম। ২০১০ সালের ১৫ জুলাই থেকে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টানা ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এই সময়ের মধ্যে মুশফিকুর রহিমই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ইনজুরি ছাড়া সব ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এতে তিনি ব্যাট হাতে রান করেছেন ৪১১৮। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৩টি হাফ সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া ওয়ানডেতে ১৭১টি ডিসমিসাল করেছেন তিনি। মুশফিকুর রহিম টেস্টে ৯২টি ও টি-টোয়েন্টি ৪৫টি ডিসমিসাল করেছেন। তিন ফরম্যাটেই বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে বেশি ডিসমিসালের মালিক তিনি।