খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯২.৩৩। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন। এ ছাড়া দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরবেন তিনি।
এ বছর জেএসসিতে গড় পাসের হার ৯২.৮৯, জেডিসিতে গড় পাসের হার ৯৪.০২। জেএসসিতে দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৯৯, জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ০৮৯ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৯.৬৮, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯০.৭৫।
অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৭ নভেম্বর। এ বছর জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।
[highlight]ফলাফল জানতে ক্লিক করুন-[/highlight]