Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: রাজধানীর খালগুলো দখল মুক্ত হওয়ার কথা থাকলেও তা মানছেন না কিছু অসাধু চক্র। যার ফলে এরই মধ্যে রাজধানির ৪৩টি খালের মধ্যে বিলীন হয়েছে ১৭টি আর মরণদশায় আরো ২৬টি। সেইসাথে ১ বছরের মধ্যে ড্রেনে পরিণত হয়েছে ৮টি খাল। আর এর মহাৎসব দেখা যাচ্ছে হাজারীবাগে।
খাল দখলের ক্ষেত্রে প্রথমেই ময়লা আবর্জনা ফেলে পানির গতি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। তারপরে এক সময় দেখা যায় ওই সকল ময়লা ফেলা স্থান একসময় ভূমিতে পরিণত হয়।
পরবর্তী পদক্ষেপ জমি দখলের জন্য দেখা যায় যে, ওই জমিতে কোন রকম একটি ধর্মীয় প্রতিষ্ঠান করা হয়। তারপরে দেখা যায়, ওই ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে আরও অনেক অবৈধ্য স্থাপনা তৈরি হয়। এমনই ভাবে দখল করা হয় রাজধানীর খাল।
জানা যায়, বর্তমানে হাজারীবাগের খালগুলো ময়লা আবর্জনা ভাসতে দেখা যায়। বর্ষার মৌসুমে এই আবর্জনার পরিমাণ বাড়ে আরও বেশি। তার মানে সাধারণ দৃষ্টিতে বোঝাই যায় , খাল দখলের এই মহাৎসব।
বর্ষায় খালগুলোতে আবর্জনা বেশি থাকায় খালের ময়লা পানি লোকালয়ে ঢুকে যায়। যাতে ভোগান্তিতে পড়ে এখানকার জনগণ।
হাজারীবাগ বিস্তৃত খালগুলো নদীর সাথে যুক্ত থাকলেও বর্তমানে ময়লার কারণে এই সকল খালের পানি নদী পর্যন্ত যেতে পারছে না। যার ফলে দুর্গন্ধ ও মশা মাছির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং নানা রোগে আক্রান্ত হচ্ছে এখানকার এলাবাসী। সূত্র: যমুনা টেলিভিশন