খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: বিএনপির সাংগঠনিক শক্তি অনেক দুর্বল হয়ে গেছে, তাই আগামী জাতীয় নির্বাচনে জাপা বিএনপির ওপরে থাকবে বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি জাতীয় নির্বাচনে এলে জাপা কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমরা যতবারই এককভাবে নির্বাচন করেছি, প্রত্যেকবারই ভালো করেছি। বরং জোটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাছাড়া তিনি বলেন, বিএনপি নির্বাচনে যাবে কি না, তা তিনি জানেন না। তবে বাধ্য হয়ে তাদের নির্বাচনে আসতে হবে।
এসময় এরশাদ আরও বলেন, তাঁর দল সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চায়। সে অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমার আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন্য ৩০০ আসনেই প্রার্থী দেবে। সেই লক্ষ্যে প্রার্থী সংগ্রহ করা হচ্ছে।
বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, এটি জনগণের নির্বাচন ছিল না। এই নির্বাচনের সব ভোটার ছিল সরকারি দলের। এটি মৌলিক গণতন্ত্রের নির্বাচন ছিল না। তাই এই নির্বাচনে জাপা যায়নি।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিম-লীর সদস্য সুনীল শুভ রায় প্রমুখ।
আগামী ১ জানুয়ারি দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।