Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬:  31এম এ রহিম,বেনাপোল: মথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে সহ প্রতারিত হয়ে ভারতে পাচার হওয়া ২তরুণী ও ৫কিশোরসহ ০৭বাংলাদেশীকে দীর্ঘ ২বছর পর বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্ট্াপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা তরুনী লাবনী ,মারুফা,দিদার ,রাসেদ শরিফ, রাকিব,ও সোহেল যশোর,খুলনা পিরোজপুর,চাপাইনবাবগজ্ঞ ও বরিশাল জেলার অধিবাসি।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান,দুই বছর আগে মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে যায় এসব তরুনী ও কিশোররা। এক পর্যায়ে কলিকাতার বারাসাতে পুলিশের হাতে আটক হয় তারা। এসব বাংলাদেশীদের ঠাই হয় কিশোর ও নব জীবন শেল্টার আশ্রমে। সেখান থেকে মানবধিকার সংগঠনের উদ্্েযাগে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা।
তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শেল্টার হোম থেকে তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় মানবধিকার সংগঠনের কর্মকর্তারা।